গাজায় প্রায় দেড় বছর ধরে আটক মার্কিন ইসরাইলি নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন এক হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধারা তাকে আটক করে।
যদিও ভিডিওটি ধারণের দিনক্ষণ স্পষ্ট নয়, এতে একজন ব্যক্তি নিজেকে ইডান আলেক্সান্ডার বলে পরিচয় দেন এবং জানান, তিনি গাজায় ৫৫১ দিন ধরে আটক রয়েছেন। ভিডিওতে তিনি জিজ্ঞেস করেন, ‘আমি এখনো কেন বন্দি?’ পাশাপাশি তিনি মুক্তির জন্য আকুতি জানান।
ভিডিওটি এমন সময় প্রকাশ পেয়েছে, যখন ইহুদিরা স্বাধীনতা উদ্যাপনের সপ্তাহব্যাপী উৎসব ‘পাসওভার’ পালন শুরু করেছে। তবে ইডানের পরিবার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইডানসহ আরও ৫৮ জন বন্দি থাকা অবস্থায় এই উৎসব তাদের জন্য কোনো স্বাধীনতার বার্তা নয়।
চলমান যুদ্ধের সময় হামাস এর আগেও একাধিকবার বন্দিদের ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের মুক্তির জন্য অনুরোধ করতে দেখা গেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ১৪০ জনের মতো নিহত হয়েছেন। জিম্মি করা হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে। যাঁদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে হামাস।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/শফিক