ভূমিকম্পে বিধ্বস্ত দেশ মিয়ানমারে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার ( ১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
মিয়ানমারের (বার্মা) মান্দালয় অঞ্চলের চাইং-এর কাছে এটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫০ এবং এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
প্রাথমিকভাবে এই ভূমিকম্পের প্রভাব সম্পর্কে জানা যায়নি। এর আগে গত মাসের শেষের দিকে মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার।
ওই ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় ৪ হাজার ৭০০ জন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছে অনেকেই।
বিডি প্রতিদিন/নাজিম