ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্যতম প্রধান একটি হাসপাতাল ভবনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ, অভ্যর্থনাকেন্দ্রসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার গাজার আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালে ন্যাক্কারজনক এই হামলার ঘটনা ঘটে। হামলার আগে এক ব্যক্তি দাবি করেন, তিনি একটি ফোনকল পেয়েছেন। যে ব্যক্তি ফোন করেছেন, তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন। বলেন, হাসপাতালটিতে হামলা চালানো হবে। এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়।
হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গাজার বেসামরিক জরুরি পরিষেবা। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বাস্তুচ্যুত পরিবারগুলো হাসপাতাল চত্বর ছেড়ে যাচ্ছে। তাদের কাউকে কাউকে হাসপাতালে থাকা অসুস্থ স্বজনদের নিয়ে যেতেও দেখা যায়। তবে স্বাধীনভাবে এই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম দফতর এক বিবৃতিতে এই হামলাকে জঘন্য ও নোংরা অপরাধ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালে হামলার পর বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষ নিহত হন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ