সিলেটের পৃথক অভিযানে ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ৮৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিল। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৯ এর মিডিয়া বিভাগ।
র্যাব জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবাসহ মো. মিনু মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, শনিবার রাত ৮টার দিকে গোয়াইনঘাট থানার টিকর নয়াখেল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয় আব্দুল আহাদ (২৫) নামের এক যুবককে। তিনি ওই এলাকারই বাসিন্দা।
এছাড়া, সিলেট এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় তিনজনকে। তারা হলেন- রায়হান মিয়া (৩৪), হারুন অর রশিদ (৪৪) ও আরিফ মিয়া (৩৫)। তারা সবাই নরসিংদী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম