হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বাসস্ট্যান্ড ও রিচি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফের পুত্র ইমরান মিয়া (২৭) ও মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের শানু মিয়ার পুত্র আরমান মিয়া (৩২)।
আটককৃতদের কাছ থেকে ১৯ বোতল বিদেশি মদ, ৬৯ পিস ইয়াবা, ১ কেজি গাজা ১টি ফেন্সিডিলসহ ৭৭০০ নগদ টাকা জব্দ করা হয়। পরে রোববার বিকেলে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান- আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল