খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (মূল) দলের এক সদস্য নিহত হয়েছে। জানা যায় বুধবার ভোর ৬টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম অস্টিন ত্রিপুরা, এ ঘটনা নিহতের বোন তারাবতী ত্রিপুরা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এনিয়ে ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের উপর অর্তকিত হামলা চালালে অস্টিন ত্রিপুরা ঘটনাস্থলে মারা যায়।
মাটিরাঙ্গা থানার ওসি একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী গিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল