মাগুরায় আট বছরের শিশু হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘সেভ দা উইমেন এন্ড চিলড্রেন’ নামক একটি সামাজিক সংগঠন। আজ রবিবার (১৬ মার্চ) সকালে শহরের চৌরঙ্গী মোড়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবিনা ইয়াসমিন মেরির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফাতেমা খাতুন হাওয়া বেগম, কল্যাণী রানী নাজমুল হাসান লিটনসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, ধর্ষণের মামলার ফাঁসির প্রধান আসামি ও দোষীদের দ্রুত সময়ের মধ্য রায় কার্যকর করতে হবে। দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলার রায় ৯০ দিনে শেষ করার বিধান রয়েছে তাই আমরা দ্রুত বিচারিক কাজ শেষ দেখতে চাই।
এ সময় শিশু নির্যাতন ও হত্যার দ্রুত বিচারের দাবিতে নানা শ্লোগান দেন বিক্ষোভকারীর।
বিডি প্রতিদিন/জামশেদ