১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র।
সোমবার বর্তমান কমিটি বাতিল করে কমিটি অনুমোদন দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেনকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রায়হান উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে।
দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে বলে জানান আহ্বায়কের দায়িত্ব পাওয়া মোনাজ্জির হোসেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন