বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের গতকাল আদালতে পাঠানো হয়েছে। ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন পুরুষ।