নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকরী গ্রামে নুর ইসলাম (২) নামে এক শিশুকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে দাদি সকেনা বেগমের বিরুদ্ধে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
শিশুর বাবা শাকিল হোসেন জানান, সকালে তিনটি জুস স্থানীয় দোকান থেকে তিনি কিনেছিলেন। এর মধ্যে দুটি অন্য শিশুরা খেলেও তারা সুস্থ রয়েছে। তার মা নিজ হাতে নুর ইসলামকে যে জুস খাইয়েছিলেন, তার পরেই সে অসুস্থ হয়ে পড়ে। মা জুসে বিষ মিশিয়েছিলেন কি না তিনি নিশ্চিত নন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুস সালাম বলেন, শিশুটির শরীরে বিষপানের আলামত পাওয়া গেছে। তার মুখ থেকে বিষের গন্ধও আসছিল। বড়াইগ্রাম থানার ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।