চাঁপাইনবাবগঞ্জের একটি পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা ককটেল হঠাৎ বিস্ফোরিত হয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়ার কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কবরের এক কোণে বিশাল গর্ত তৈরি হয়। কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ছড়িয়ে রয়েছে। এ সময় একসঙ্গে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটে বলে ধারণা স্থানীয়দের। কবরস্থানের পাশে বসতবাড়ির মালিক মো. দুখুর স্ত্রী এরিনা বেগম বলেন, এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে। সকালে ককটেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দ পাই। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।