ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকু মাতুব্বর (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সন্ধ্যায় উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। জাকু মাতুব্বর সোনাখোলা গ্রামের মৃত আনোয়ার মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাখোলা গ্রামের মাতুব্বর ও খান গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। ভ্যান চুরিকে কেন্দ্র করে সোনাখোলা গ্রামের শাজাহান খানের বাড়ির পাশের সড়কে সালিশ বৈঠক বসে। বৈঠকে কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। নিহত জাকু মাতুব্বরের ভাতিজা বিপ্লব বলেন, ‘সালাউদ্দিন খান ৪-৫ দিন আগে আলগী ইউনিয়নের নলিয়া গ্রাম থেকে ভ্যান চুরি করে। ভ্যান মালিক আমাদের গ্রামের মুরুব্বিদের কাছে বিচার দেয়। বিচার চলাকালে খান গোষ্ঠীর লোকজন আমাদের ওপর আক্রমণ করে।