বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ৪ শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন) এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি যোগদানকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। আসাদুল হাবিব দুলু বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এ যোগদান প্রমাণ করে তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।’ ছাত্রদলে যোনদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রুপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন। তারা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সঙ্গে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানসহ জেলা ও উপজেলার নেতারা।