পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। গতকাল দুপুরে নগরের নাওজোর এলাকায় তারা মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশের আশ্বাসে বেলা ২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ গাড়ি ধরলেই আড়াই হাজার টাকার মামলা ঠুকে দেয়। সেই টাকা পরিশোধে অক্ষম হয়ে অনেকে পুলিশকে চাঁদা দিতে বাধ্য হন। এ ছাড়া গাজীপুরে নিবন্ধিত গাড়ি গাজীপুরে চলতে গেলেও নানাভাবে হয়রানির শিকার হতে হয়। গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন, সোমবার (আজ) তাদের দাবিদাওয়া নিয়ে পরিবহনশ্রমিক নেতা ও প্রশাসন বৈঠক করবে। দাবি মানার আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।