গাইবান্ধার পলাশবাড়ীতে নালা থেকে আবদুল গোফ্ফার সরদার (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মানিয়ানদহ ভেগীর ব্রিজ এলাকায় গতকাল লাশটি পাওয়া যায়। গোফ্ফার ওই উপজেলার বুজরুক বরকতপুরের কফিল উদ্দিন সরদারের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। অন্যদিকে গোবিন্দগঞ্জে ড্রেন থেকে সুমন মিয়া (২৪) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কাটা বাজারে সাহেবগঞ্জ আখ খামারের পানি নিষ্কাশনের ড্রেনে লাশটি পাওয়া যায়। ওসি বুলবুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানে লাশ পাঠানো হয়েছে মর্গে।