কুষ্টিয়ার কুমারখালী বাটিকামারা এলাকায় ২৫টি পরিবারের চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন শতাধিক মানুষ। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় একটি পোলট্রি ফার্ম, একটি ফার্মেসি ও পোলট্রি খাবারের দোকান। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে দেয়াল গুঁড়িয়ে দেয় প্রশাসন। গতকাল দুপুরে প্রাচীর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এতে খুশি স্থানীয়রা। সহকারী কমিশনার বলেন, কিছু লোক ২৫টি পরিবার ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে- এমন অভিযোগে দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপসারণ করা হয়েছে বালুর স্তূপ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের আগে সরেজমিন গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে শিপলু তেলপাম্প। পাম্মের আশপাশে অন্তত ২৫টি পরিবারের বসবাস। আছে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও। সেখানে চলাচলের একমাত্র সড়কে ইটের দেয়াল। রয়েছে বালুর স্তূপ। শিপলু পোলট্রি ফিড ও ফার্মেসি মালিক বাবুল হোসেন বলেন, আমার জমির ওপর দিয়ে সড়ক। দীর্ঘদিন এ সড়কে ২৫-৩০ ঘরের মানুষ চলাচল করছে। ব্যবসাবাণিজ্যের সবিধার্থে গাড়িও চলে। গত মঙ্গলবার স্থানীয় রেজাউল, জিয়াউর ও মামুনসহ কয়েকজন রাস্তায় প্রাচীর দিয়েছে। বালু ফেলে চলাচলে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছে। এতে সবাই ভোগান্তিতে পড়ে। অভিযোগ অস্বীকার করে মামুন বলেন, ‘জমি নিয়ে জিয়াউরের সঙ্গে বিরোধ চলছে। সালিশে আমাকে ডেকেছিল। সমাধানের জন্য গিয়েছিলাম। জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে আমি জড়িত নই।’