গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই রাস্তায় টহল দিচ্ছে হামাসের সশস্ত্র সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় নিরাপত্তা বজায় রাখার জন্য হামাসকে সাময়িকভাবে পুলিশের ভূমিকা পালনের অনুমতি দেওয়া হয়েছে।
ট্রাম্প এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, তারা (হামাস) পরিস্থিতি স্থিতিশীল করতে চায়। আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি।
যুদ্ধবিরতির পর হামাসের গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বলেন, আমরা গাজায় কোনো নিরাপত্তা শূন্যতা তৈরি হতে দেব না। জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা নিজেদের অস্ত্র সমর্পণ করবে না। সংগঠনটি বলছে, ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলে তবেই তারা অস্ত্র জমা দিতে রাজি।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, ভবিষ্যতের গাজা হবে অস্ত্রমুক্ত অঞ্চল। সেখানে হামাসের পরিবর্তে আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি প্রশাসনিক কমিটি কাজ করবে। এই পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথাও বলা হয়েছে, যারা নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে।
বিডিপ্রতিদিন/কবিরুল