বিচ্ছেদের কষ্ট পেরিয়ে নতুন করে প্রেমে পড়েছেন পপ তারকা কেটি পেরি। তার জীবনে নতুন সঙ্গী হিসেবে হাজির হয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এত দিন ধরে যা ছিল শুধুই কানাঘুষা, এবার তা সত্যি হয়ে উঠেছে এক ছবির সূত্রে।
মার্কিন গায়িকা কেটি পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানেন। অন্যদিকে, জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভেঙে যায় ২০২৩ সালে। দুজনই ছিলেন একাকী, আর সেই সময় থেকেই ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়ায় এই দুই তারকাকে ঘিরে।
জুলাইয়ের শেষ দিকে মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্তোরাঁ লে ভিয়লোঁ-এ তাঁদের একসঙ্গে দেখা যায়। তার পরের দিনই কেটি পেরির লাইফটাইম ট্যুর-এর মন্ট্রিয়ল কনসার্টে দর্শকসারিতে দাঁড়িয়ে গায়িকার পারফরম্যান্স উপভোগ করতে দেখা যায় ট্রুডোকে।
কয়েক দিনের মধ্যেই স্থানীয় পার্কে— মাউন্ট রয়্যাল পার্কে— দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়, শুরু হয় আলোচনার ঝড়।
তবে এত দিন পর্যন্ত সম্পর্কের কথা কেউই প্রকাশ্যে স্বীকার করেননি। অবশেষে সেই রহস্য ভাঙে এক ইয়টে তোলা ছবিতে। ডেইলি মেইল-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একান্তে সময় কাটাচ্ছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। গোপন ক্যামেরায় ধরা পড়ে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত ও চুম্বন— যা দেখে ভক্তরা নিশ্চিত হয়েছেন, এই সম্পর্ক আর নিছক গুজব নয়।
জানা গেছে, ছবিগুলো তোলা হয়েছে গত সেপ্টেম্বরের শেষ দিকে। সেই সময় কেটি পেরি ব্রাজিল সফর শেষে বিশ্রামে ছিলেন এবং কয়েক দিনের ছুটি কাটিয়েছেন ক্যালিফোর্নিয়ায় ট্রুডোর সঙ্গে। বর্তমানে তিনি লাইফটাইম ট্যুর-এর ইউরোপীয় পর্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
বিডি প্রতিদিন/আশিক