দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করল। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এরই মধ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হয়েছে এবং প্রস্থ ২০০ ফুটে উন্নীত করা হয়েছে। অন্যদিকে আরও একটি চলমান প্রকল্পে রানওয়েটির সমুদ্রের ভিতরে ১০ হাজার ৭০০ ফুট পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নির্মাণকাজও শেষের পথে। প্রায় ৩৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে বছরে ১৮ লাখ যাত্রী সেবা পাবেন, যা বর্তমান সক্ষমতার দ্বিগুণেরও বেশি। বর্তমানে চারটি দেশীয় এয়ারলাইনস নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে কক্সবাজারে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য স্থানীয় ও বিদেশি এয়ারলাইনসগুলোকে আকৃষ্ট করতে বেবিচক এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছে।