ওপেনএআই তাদের প্রথম নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ তৈরি করতে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকমের সঙ্গে চুক্তি করেছে। এর মাধ্যমে চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানিটি এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং শক্তি জোগাতে আরও এক ধাপ এগিয়ে গেল।
চুক্তি অনুযায়ী, ওপেনএআই নিজে চিপ ডিজাইন করবে, আর ব্রডকম তা তৈরি ও সরবরাহ করবে। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে (জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে) এই চিপের উৎপাদন শুরু হবে। মোট ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন চিপ তৈরি হবে।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, ব্রডকমের সঙ্গে অংশীদারিত্ব এআই-এর পূর্ণ সম্ভাবনা উন্মোচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
এই চুক্তির আর্থিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, এক গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার তৈরি করতে খরচ হতে পারে ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার পর্যন্ত। সেই হিসাবে এই প্রকল্পে বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে।
ইমার্কেটার বিশ্লেষক গ্যাজো সেভিলা বলেন, ওপেনএআই এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী, অগ্রিম অর্ডার, মাইক্রোসফটসহ অংশীদার প্রতিষ্ঠানের সহায়তা ও ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা কাজে লাগাতে পারে।
এই চুক্তি ওপেনএআই-এর সাম্প্রতিক ধারাবাহিক চিপ বিনিয়োগের অংশ। এর আগে সংস্থাটি এএমডি-এর সঙ্গে ৬ গিগাওয়াট সক্ষমতার আরেকটি চিপ সরবরাহ চুক্তি করেছে। এছাড়া এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা ওপেনএআই-এ সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং অন্তত ১০ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার সিস্টেম সরবরাহ করবে।
ওপেনএআই ও ব্রডকম জানিয়েছে, তাদের নতুন চিপ সিস্টেম ২০২৯ সালের মধ্যে সম্পূর্ণভাবে চালু হবে। এগুলো ব্রডকমের নিজস্ব ইথারনেট ও নেটওয়ার্কিং যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি হবে, যা এনভিডিয়ার ইনফিনিব্যান্ড প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি এনভিডিয়ার বাজার নিয়ন্ত্রণকে সরাসরি চ্যালেঞ্জ না করলেও এটি এআই প্রযুক্তিতে নতুন প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করবে। এ খবরের পর ব্রডকমের শেয়ারমূল্য প্রায় ১০ শতাংশ বেড়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল