এন্টি নারকোটিকস টাস্কফোর্স ঘোষিত কক্সবাজারের মাদক কারবারি তাজ উদ্দিনকে (৩০) আটক করা হয়েছে। রবিবার রাতে উখিয়ার মরিচ্যা বাজার থেকে তাকে আটক করে র্যাব ও বিজিবি সদস্যরা। তাজ উদ্দিন পূর্ব মরিচ্যা এলাকার মৃত সেহের আলীর ছেলে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানিয়েছেন, তাজ উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।