ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা টানানো না থাকা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে চাল ও মুদির চার দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা শহরের আনন্দ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় হুমায়রা স্টোরকে দেড় হাজার, আলমগীরকে ২ হাজার, সুমন স্টোরকে দেড় হাজার ও শিকদার এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।