রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেযাস্ত্র ও ৬টি ককটেলসহ ইউনুছ মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল উপজেলার নিভা গ্রামে এ অভিযান চালায় যৌথ বাহিনী। গ্রেপ্তার ইউনুছ উপজেলার মাদুলিয়া গ্রামের বাসিন্দা। ওসি মোহাম্মদ সালাউদ্দীন বলেন, অভিযানে নিভা গ্রামের হামিদুল মণ্ডলের বসতবাড়ির সামনে থেকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, ২টি হাঁসুয়া, ৬টি ককটেলসহ ইউনুছ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।