এক সময়ের সবচেয়ে সফল ফরম্যাটে এখন সবচেয়ে বেশি হোঁচট খাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম বলছে, শেষ ১১ ওয়ানডে ম্যাচের ১০টিতেই হার। এ ধারাবাহিক ব্যর্থতা র্যাঙ্কিংয়েও ফেলেছে ধাক্কা! ১৯ বছরের মধ্যে প্রথমবার বাংলাদেশ নেমে গেছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে।
এই অবস্থায় সামনে বড় প্রশ্ন: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কি সরাসরি অংশ নিতে পারবে?
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে থাকতে হবে শীর্ষ নয় দলের মধ্যে। তবে বাংলাদেশ সহ-আয়োজক না হওয়ায়, আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটের বাইরে চলে যায়, সেক্ষেত্রে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে।
এখনই বলা কঠিন, কত ম্যাচ জিতলে বাংলাদেশ নিশ্চিতভাবে বিশ্বকাপে চলে যাবে, কিংবা কত হারলে পড়তে হবে বাছাইপর্বে। তবে আগামী দেড় বছরে বাংলাদেশের হাতে যে যথেষ্ট সুযোগ আছে, তা বলাই যায়। সামনে আছে ৮টি সিরিজে অন্তত ২৪টি ওয়ানডে ম্যাচ। যেগুলোতে ভালো করলেই উল্টো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে।
বাংলাদেশের সামনে থাকা ওয়ানডে সিরিজগুলো:
আফগানিস্তান – ১ ওয়ানডে (অ্যাওয়ে, চলমান সিরিজ)
ওয়েস্ট ইন্ডিজ – ৩ ওয়ানডে (হোম)
পাকিস্তান – ৩ ওয়ানডে (হোম)
নিউজিল্যান্ড – ৩ ওয়ানডে (হোম)
অস্ট্রেলিয়া – ৩ ওয়ানডে (হোম)
জিম্বাবুয়ে – ৫ ওয়ানডে (অ্যাওয়ে)
আয়ারল্যান্ড – ৩ ওয়ানডে (অ্যাওয়ে)
ভারত – ৩ ওয়ানডে (হোম)
সব মিলিয়ে নিশ্চিত ২৪টি ম্যাচ। এর বাইরে আরও একটি সিরিজ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৭ সালের মার্চের আগে, জানিয়েছে বিসিবি।
চলমান আফগানিস্তান সিরিজে ধবলধোলাই হওয়ার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেলে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে তাদের পেছনে ফেলে আবারও ৯ নম্বরে উঠে আসতে পারবে।
বাংলাদেশের জন্য ২০২৭ বিশ্বকাপের টিকিট এখন নির্ভর করছে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের উপর। র্যাঙ্কিংয়ের প্রতিটি পয়েন্ট এখন গুরুত্বপূর্ণ। সামনের ২৪টি ম্যাচে একের পর এক সিরিজ জিততেই হবে। কারণ, এখানে ভুলের সুযোগ খুবই কম।
বাংলাদেশ যদি ঘরের মাঠে শক্তিশালী দলগুলোর বিপক্ষে পয়েন্ট আদায় করতে পারে এবং সফরগুলোতেও ভালো ফল করতে পারে, তাহলে সরাসরি বিশ্বকাপে খেলার আশা জাগবে। না হলে যেতে হবে বাছাইপর্বে, যেখানে আবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য।
২০২৬ সালের নভেম্বরের পর থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের কোনো নিশ্চিত ওয়ানডে সূচি নেই। তবে বিসিবির ইঙ্গিত, সেই সময়েও এক বা একাধিক সিরিজ আয়োজনের চেষ্টা চলবে।
বিডি প্রতিদিন/মুসা