ঝালকাঠিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে ৯৫টি অভিযোগ জমা পড়ে। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে এ গণশুনানি করা হয়। এতে ২৯টি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪ অভিযোগের শুনানি হয়। ৪টি অভিযোগের বিষয়ে দুদকে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। চারজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং একজন কর্মকর্তাকে বদলির ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।