দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, কিছু কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। ঘূর্ণিঝড়ে স্মরণকালের তুলনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার পদ্ধতি এখন অন্যান্য দেশ অনুসরণ করছে। আগাম সতর্কবার্তা, প্রস্তুতি ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সোমবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক ই আজম আরও বলেন, আগাম সতর্কবার্তা খুব দ্রুত জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে ও নিরাপদ স্থানে সরে যেতে পারে। জলোচ্ছ্বাসের উচ্চতা কত হতে পারে, সেটি সুনির্দিষ্টভাবে জানাতে পারছি। এজন্য বৈশ্বিক তথ্য আদান–প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, ফলে আমরা এখন দ্রুত তথ্য পেয়ে জনগণকে জানাতে পারছি।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগান নিয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।
এর আগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে নগরীর বেলস পার্কে দুর্যোগ মোকাবিলায় মাঠ মহড়া প্রদর্শন করেন সিপিপি সদস্যরা।
বিডি প্রতিদিন/হিমেল