ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের অর্ধশতাধিক কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর কানাইডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক সুলতান মুন্সি বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গাছ কাটার ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।