নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং আট কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। গতকাল বিকালে উপজেলার চৈতানকান্দা ও দয়াকান্দার মেঘনা নদীর পাড়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। পরে জব্দ জাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, ‘মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’