কুড়িগ্রামে তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এ ভাঙনে সর্বস্বান্ত হচ্ছে শত শত পরিবার। নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন সাদুয়া দামারহাট এলাকাবাসী। গতকাল শত শত নারী, পুরুষ ও শিশু মানববন্ধনে অংশ নেয়। বগলা কুঁড়ার আবদুস সালাম বলেন, ‘এই তিস্তা মোর বাড়ি ছয়বার ভাঙছে। এখন মানুষের জমিতে বাড়ি করি আছং। মুই কোনো ইলিপ স্লিপ চাওগ না, নদীর ভাঙন বন্ধ করে দিলে ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে বসবাস করলাম হয়।’ নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, বাজেট সাপেক্ষে নতুন ভাঙনকবলিত এলাকায় কাজ বাস্তবায়ন করা হবে।