মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে জাল ফেলা নিয়ে সংঘর্ষের সময় নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে। গতকাল সকালে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌপুলিশ পরিদর্শক এনামুল হক এ তথ্য জানান। মৃত জেলের নাম শাকিল (২২)। তিনি মেহেন্দিগঞ্জের ভোলানাথ গ্রামের আনিছ হাওলাদারের ছেলে।
মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালাবদর নদীতে জাল ফেলা নিয়ে জেলেদের দুই পক্ষের মারামারি হয়। তখন এক পক্ষ নৌকা অন্য পক্ষের নৌকার ওপর উঠিয়ে দেয়। নৌকা থেকে নদীতে পড়ে যাওয়ার পর জেলে শাকিলকে বেধরকভাবে পেটায় প্রতিপক্ষ। একপর্যায়ে তিনি ডুবে যান। গতকাল সকাল ১০টার দিকে শাকিলের লাশ ভেসে ওঠে। লাশ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিলের মামা আবদুল জব্বার বলেন, শাকিল নদীতে পড়ে যাওয়ার পরও তাকে পিটিয়েছে।
এতে সে নদীতে ডুবে যায়। ঘটনার পর থেকে নদীতে তল্লাশি করে তাকে পাওয়া যায়নি। গতকাল লাশ ভেসে ওঠে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।