ইলিশা নদীর ভাঙনঝুঁকিতে রয়েছে ভোলার চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় ভবন থেকে মাত্র ১০ ফুট দূরে নদী। ইতোমধ্যে বড় বড় ফাটল দেখা দিয়েছে এ স্কুল ভবনের নিচতলার মেঝেয়। যে কোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে বিদ্যালয় ভবনটি। চরম ঝুঁকির মধ্যে এখানে চলছে শিক্ষা কার্যক্রম। যদিও ভোলা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্কুল ভবনটি রক্ষায় নদীতে বালুর বস্তা ফেলা শুরু হয়েছে। তবে স্থানীয়দের আশঙ্কা ইলিশা নদীতে যে প্রবল স্রোত, এতে বালুর বস্তা কোনো কাজে আসবে না। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ইলিশা নদীতীরবর্তী গ্রাম চর মোহাম্মদ আলী। ১৯৫৬ সালে এখানে প্রতিষ্ঠিত হয় ৪ নম্বর চর মোহাম্মদ আলী প্রাথমিক বিদ্যালয়। ২০০৮-২০০৯ অর্থবছরে এখানে স্কুল কাম সাইক্লোন সেল্টার হিসেবে পাকা ভবন নির্মাণ করা হয়। স্থানীয়রা জানান, দুই বছরে ইলিশা নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে। এখন ভবনের পেছনে ১০-১৫ ফুট দূরে এবং পাশে ৩০-৪০ ফুট দূরে নদী। ইতোমধ্যে স্কুল ভবনের নিচতলার মেঝেতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এলাকাসীর দাবি, ঝড়-জলোচ্ছ্বাসে তারা স্কুলভবনটিতে আশ্রয় নেন। এটি রক্ষা করা না গেলে তাদের আশ্রয়ের আর জায়গা থাকবে না। রাজাপুর ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এজাজ আহম্মেদ বলেন, স্কুলটি ঝুঁকির মধ্যে থাকায় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি পাউবোর কাছে চিঠি দেওয়া হয়েছে। মতামত পেলে ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউদ্দীন আরিফ বলেন, ভবনটি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। বালুভর্তি জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধে কাজ চলছে।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় ৬০ জনের বেশি নিহত
- যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত বিদেশিদের গ্রহণ করল গুয়াতেমালা
- ওমানকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো আরব আমিরাত
- গোড়ালির চোটে ছিটকে গেলেন এমবাপে
- ঝিনাইদহে বিএনপির উদ্যোগে পূজা পুনর্মিলনী
- আন্দোলনের মুখে র্যাগিংয়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল
- সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের টার্গেট ১৯১ রান
- রবিবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ‘নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়’
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
- করতোয়া নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- ‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’
- পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
- সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর
- নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল
- রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- চিরনিদ্রায় শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম
- ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
নদীভাঙন ঝুঁকিতে স্কুল ভবন
জুন্নু রায়হান, ভোলা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর