গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল-কলেজের ১০০ শিক্ষার্থীর মাঝে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়। মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রসহ ৪৫টি স্টল স্থান বরাদ্দ পেয়েছে।