পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে উদ্ভূত সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। সোমবার রাতে তার মৃত্যু হয়। নিহতের নাম নিজামুদ্দিন মোল্লা (৫০)। তিনি নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন। এ নিয়ে সংঘর্ষে প্রাণহানি বেড়ে দাঁড়াল দুজনে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২৫ জুলাই সংঘর্ষের গুরুতর আহত হন নিজামুদ্দিন মোল্লা। ওসি ওলিউর রহমান বলেন, প্রথম মৃত্যুর পর থেকে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।