মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাও এলাকার সাইটুলা খামার প্রজেক্ট–২-এ বিদ্যুতের তারে আটকে গিয়ে একটি লজ্জাবতী বানর এর করুণ মৃত্যু হয়েছে। সোমবার এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সকালে প্রকল্পের ম্যানেজার ফাউন্ডেশনকে ফোন করে জানান যে একটি লজ্জাবতী বানর বিদ্যুতের তারে ঝুলে রয়েছে। খবর পেয়ে স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও লিটন দেব ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দেখতে পান বানরটি বিদ্যুতের তারে ঝুলে আছে এবং জীবনের শেষ সময় পার করছে।
পরে শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করলে, তারা দ্রুত ব্যবস্থা নিয়ে প্রায় ১০ মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে দুঃখজনকভাবে প্রাণ হারায় বিপন্ন এই প্রাণীটি।
বিশেষজ্ঞরা জানান, মৃত লজ্জাবতী বানরটির গলায় একটি "ট্র্যাকিং ডিভাইস" ঝোলানো ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে—এটি পূর্বে গবেষণার উদ্দেশ্যে মুক্ত করে দেওয়া হয়েছিল। ঘটনার পর মৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয় পরিবেশবাদীরা বলেন, বিপন্ন প্রাণীর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এটি বন ও জীববৈচিত্র্য রক্ষায় আরও পরিকল্পিত উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বিডি প্রতিদিন/এএম