খুলনার জেলখানা ঘাটে মাঝ নদীতে ফেরির সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। ট্রলারের একাংশ ভেঙে ফেরির নিচে চলে যায়। বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়েন। এদের মধ্যে আকাশ নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা নদীতে অভিযান চালিয়ে তার খোঁজ পাননি।