নীলফামারীর কিশোরগঞ্জে গতকাল তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালের গৌরনদীতে পানিতে ডুবে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নীলফামারী : কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশুরা হলো ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও খাদিমুলের ছোট ভাই মৃত্যু শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই। কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সহরোওয়ার্দী গ্রেনেট বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বরিশাল : গৌরনদী উপজেলায় ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে তামিম সরদার (৮) নামে এক মাদরাসা ছাত্র। সকালে উপজেলার গেরাকুল গ্রামে এ ঘটনা ঘটেছে।