নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে পরীক্ষণ হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মণি সুপান্থকে সভাপতি ও দীনা তাজরীনকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ১৩ সদস্যের কার্যকরী এবং তিন সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সহসভাপতি ধীমান সাহা জুয়েল ও ফাহমিদা আজাদ, অর্থ সম্পাদক সুমিত রায়, সহসাধারণ সম্পাদক প্রদীপ সরকার, সাংগঠনিক সম্পাদক শাশ্বতী পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাস, সদস্য ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু, পিন্টু সাহা, সাইফুল আলম নান্টু ও মাসুম সিকান্দার। উপদেষ্টা রফিউর রাব্বি, জাহিদুল হক দীপু ও জিয়াউল ইসলাম কাজল।