বাগেরহাটের মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও আটটি পাসহ হাসান গাজী (৩৪) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিবাগত রাতে মোংলার সুন্দরবন সংলগ্ন সাইলো এলাকার জয়মনি গ্রামে এ অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। আটক হরিণ শিকারি হাসান গাজী মোংলা উপজেলার জয়মনি গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গতকাল এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে কোস্টগার্ডে হারবারিয়া স্টেশনের সদস্যরা বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সাইলো এলাকার জয়মনি গ্রামে অভিযান চালায়। এ সময় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও আটটি পাসহ হরিণ শিকারি হাসান গাজীকে আটক করা হয়। গতকাল সকালে হরিণের মাংস ও পাসহ আটক শিকারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।