নাটোরের বড়াইগ্রামে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তার সংস্কার কাজ করেছেন একটি গ্রামের বাসিন্দারা। মঙ্গল ও বুধবার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মানুষ এ সংস্কার কাজ করেন। জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর গ্রামে আবদুল জব্বার মাস্টারের বাড়ি থেকে নতুন বাজার পর্যন্ত একটি কাঁচা রাস্তা রয়েছে। উভয় পাশে পাকা হলেও মাঝখানে ২০০ মিটার দীর্ঘ রাস্তাটি এখনো কাঁচা রয়েছে। এ রাস্তা দিয়ে লক্ষ্মীপুর, উপলশহর, নিশ্চিন্তপুর ও খিদিরপুরসহ কয়েকটি গ্রামের লোকজন হাসপাতাল, থানা, হাটবাজারসহ উপজেলা সদরে যাতায়াত করেন। এসব গ্রামের শিক্ষার্থীরাও এ পথেই স্কুল-কলেজ ও মাদরাসায় যাতায়াত করেন।
কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ে। এলাকার বাসিন্দাদের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে বেশ ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া নিজেদের উৎপাদিত কৃষিপণ্যও হাটবাজারে নিতে দুর্ভোগের অন্তথাকে না।
লক্ষ্মীপুর গ্রামের আবদুস সামাদ বলেন, ‘দীর্ঘদিনেও এ রাস্তাটুকু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা নিজেরাই টাকা তুলে ইট বালু কিনে রাস্তা সংস্কার করছি।’
বড়াইগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মমিন আলী জানান, রাস্তাটি গুরুত্বপূর্ণ। তবে গ্রামবাসী যেটুকু কাজ করছেন, তাতে আমি অভিভূত। আগামীতে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হবে।