নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী ও গরহরদী গ্রামবাসীর সঙ্গে পাশের মরদাসাদী গ্রামবাসীর এ সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার মরদাসাদী গ্রামের লোকজন দেশি অস্ত্র নিয়ে আগুয়ানদী গ্রামের সাত্তারের বাড়ি দখল করতে যায়। এতে হামলায় সাতজন আহত হন। এর প্রতিবাদে গতকাল আগুয়ানদী ও গহরদীর লোকজন প্রতিবাদ সভা করে মরদাসাদী গ্রামের লোকজনের ওপর হামলার সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে মরদাসাদী গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।