লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়ক দ্রুত চার লেনে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল জামায়াতের লক্ষ্মীপুর শহর শাখা সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। দ্রুত কাজ শুরু না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, নাছির উদ্দিন মাহমুদ, আবুল ফারাহ নিশান প্রমুখ।
জামায়াত নেতারা বলেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের অধিকাংশ জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক। দীর্ঘদিন ধরে এই সড়কের অবস্থা নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ ভারী যানবাহনের চাপে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে গত তিন বছরে ৪০টি দুর্ঘটনায় ৫৯ জনের প্রাণহানি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ থেকে সড়কটি চার লেনে উন্নীত করার প্রকল্পে বরাদ্দ অনুমোদন হয়। কিন্তু অদৃশ্য কারণে এখনো কাজ বাস্তবায়ন করা হচ্ছে না। দ্রুত কাজ শুরু না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।