যুক্তরাষ্ট্রের টেক্সাসে রিপাবলিকান আইনপ্রণেতারা নতুন কংগ্রেসনাল মানচিত্র অনুমোদন করেছেন। যা আগামী নির্বাচনে দলটিকে বড় সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।
বুধবার (স্থানীয় সময়) টানা দুই সপ্তাহের অচলাবস্থার পর রিপাবলিকান-নিয়ন্ত্রিত টেক্সাস হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ৮৮-৫২ ভোটে মানচিত্রটি পাস হয়। এখন এটি সিনেটে পাঠানো হয়েছে, যেখানে দ্রুত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন মানচিত্রে অন্তত পাঁচটি রিপাবলিকান-ঝুঁকিপূর্ণ আসন যুক্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা আরও সুসংহত হবে।
এর আগে ভোট ঠেকাতে ডেমোক্র্যাটরা টেক্সাস ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যান, যাতে আইনসভার কোরাম পূর্ণ না হয়। বিষয়টি জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে গভর্নর গ্রেগ অ্যাবট তাদের গ্রেপ্তারের নির্দেশ দিলে অনেক ডেমোক্র্যাট সদস্য বাড়ি ফাঁকা রেখে আত্মগোপন করেছিলেন।
অবশেষে সপ্তাহের শুরুতে স্পিকার ডাস্টিন বোরোস চেম্বারের দরজা তালাবদ্ধ করে দেন এবং বিরোধী সদস্যদের পুলিশ পাহারায় সংসদ কক্ষে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। প্রতিবাদ জানাতে একাধিক ডেমোক্র্যাট আইনপ্রণেতা সংসদ ভবনের ভেতর রাত কাটান।
ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, এই মানচিত্র বর্ণবৈষম্যমূলকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের ক্ষমতা খর্ব করবে এবং আইনি লড়াইয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
কংগ্রেসনাল জেলার মানচিত্র সাধারণত প্রতি দশ বছর অন্তর জনশুমারির পর পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু নতুন আদমশুমারি ছাড়াই এই পরিবর্তনকে ক্ষমতার নগ্ন প্রয়াস আখ্যা দিয়েছে বিরোধীরা।
এদিকে ক্যালিফোর্নিয়াসহ ডেমোক্র্যাট-শাসিত কয়েকটি অঙ্গরাজ্যও পাল্টা ভোটিং মানচিত্র পরিবর্তনের পদক্ষেপ নিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম টেক্সাসকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, গেম শুরু হলো, টেক্সাস।
টেক্সাসে পাস হওয়া এই বিতর্কিত মানচিত্র ঘিরে উভয় দলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যা আগামী ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বিডি প্রতিদিন/নাজমুল