নেত্রকোনার কেন্দুয়ায় নুরুজ্জামাল ওরফে জামাল (৩৮) নামে এক সিএনজিচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল আদমপুর-দুল্লী সড়কের পাশের মরা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার রাঘবপুর গ্রামের অলি মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। জামাল উপজেলার পাঁচহার গ্রামের বাসিন্দা। ওসি মিজানুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে আলি মিয়াকে আটক করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।