গাজীপুরের জয়দেবপুরে যানজট নিরসন ও রেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহানগরীর সদর থানা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে। পরে তারা জেলা প্রশাসক ও সিটি করপোরেশন প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ সালাহ উদ্দিন আইউবী, আশরাফ আলী কাজল, রবিউল হক, শরিফুল ইসলাম, সোলাইমান কবির প্রমুখ।
মানববন্ধন শেষে পাঁচ দফা দাবিতে তারা জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।