হবিগঞ্জ শহরতলির পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে পানি বাড়ায় তীব্র স্রোতে এ ভাঙন, বলছেন স্থানীয়রা। এতে যে কোনো সময় পূর্ব ভাদৈসহ আশপাশের অন্তত ১৫টি গ্রাম পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। অনেকে রাতে বেড়িবাঁধে পাহারা দিচ্ছেন। স্থানীয়রা জানান, পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বেড়িবাঁধে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। পানির তীব্র স্রোত বাঁধে ধাক্কা লেগে ভেঙে পড়ছে মাটি। কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজানের পানির কারণে খোয়াই নদীর পানি বেড়ে যায়। আর এতে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধটি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁধের মূল অংশসহ আশপাশে জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসছে না। জিও ব্যাগ ফেলা হলেই তা চলে যায় নদীগর্ভে। টেকসই পরিকল্পনা ছাড়া বাঁধটি টিকিয়ে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সরেজমিন নদীপাড়ে বসে বিলাপ করতে দেখা যায় স্থানীয় সাধারণ মানুষকে। এ ছাড়া অনেক পরিবারই অন্যত্র সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়রা জানান, খোয়াই নদীর বেড়িবাঁধটি ভেঙে গেলে পূর্ব ভাদৈ, পইল, নাজিরপুর, কাকিয়ারআব্দা, এড়ালিয়া, তেঘরিয়া, বারা পইল, লামা পইল, উত্তরপাড়া, আটঘরিয়া, পাচপারিয়া, শিয়ালদাড়িয়া ও আউশপাড়াসহ অন্তত ১৫টি গ্রামের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। নষ্ট হয়ে যাবে হাজার হাজার হেক্টর ফসলি ও সবজির খেত। তারা বলেন, প্রতি বছরই বর্ষা মৌসুমে এ বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। পানি উন্নয়ন বোর্ড লোক দেখানো কাজ করে। পানি বাড়লে তারা কিছু জিও ব্যাগ ফেলে বাঁধ মেরামতের চেষ্টা করে। কিন্তু তা যথেষ্ট নয়, আমরা চাই টেকসই সমাধান। যাতে এ বাঁধ সারা বছর ঝুঁকিমুক্ত থাকে। স্থানীয়রা আরও জানান, বাঁধের মাত্র দেড় থেকে ২০০ গজ দূর থেকেই বালু তোলা হয়। এ কারণে বাঁধটি দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছে। এদিকে শুধু পূর্ব ভাদৈ বেড়িবাঁধ নয়, খোয়াই নদীর নোয়াবাদ, মাছুলিয়া, জালালাবাদ পয়েন্ট, যশেরআব্দাসহ আরও বেশ কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ আতঙ্ক ছড়াচ্ছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূর্ব ভাদৈ অংশে বাঁধ মেরামত করতে ইতোমধ্যে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। প্রায় ৩২ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। ভাদৈ অংশে বেড়িবাঁধ কীভাবে টেকসই সমাধান করা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।
শিরোনাম
- সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল
- ২৫ বছর পর ‘লগান’র সেই গ্রামে আমির খান
- বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করলো যুক্তরাজ্য
- ববি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন
- দিনাজপুরে মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
- মোংলায় কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
- মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল, সম্পাদক নোমান
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির বার্ষিক পিকনিক সম্পন্ন
- বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ, স্মারকলিপি
- কুলাউড়ায় সীমান্ত পেরিয়ে বিপাকে দুই কিশোর
- ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক
- বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে : আলাল
- ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে রিকশাচালকদের সম্মানে ব্যতিক্রমী মিছিল
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব শাকিল আখতার
- বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মেহেরপুরে স্মারকলিপি প্রদান
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিডনিতে আলোচনা সভা অনুষ্ঠিত
- থানচির বলিপাড়া থেকে অস্ত্রসহ ৩ জন আটক
- মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা, সম্পাদক আবু বক্কর
- বুড়িচংয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
খোয়াই নদীর বেড়িবাঁধে ভাঙন
আতঙ্কে ১৫ গ্রামের মানুষ
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর