ভারতের বিপক্ষে ওভালে দুর্দান্ত সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে আরও এক মাইলফলকে পৌঁছে গেলেন জো রুট। ওভাল টেস্টের চতুর্থ দিনে ১৩৭ বলে ক্যারিয়ারের ৩৯তম শতক তুলে নেন ইংলিশ তারকা। এ সেঞ্চুরির মাধ্যমে তিনি টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে এককভাবে উঠে এসেছেন চতুর্থ স্থানে।
রুটের চেয়ে এখন বেশি সেঞ্চুরি আছে কেবল তিন কিংবদন্তির- রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও সবার ওপরে রয়েছেন শচীন টেন্ডুলকার (৫১)।
এটি রুটের ঘরের মাঠে ২৪তম সেঞ্চুরি, যা তাকে এনে দিয়েছে আরও একটি অনন্য রেকর্ড। নিজের দেশে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকায় এখন তিনিই এক নম্বরে। ২৩টি করে রয়েছে পন্টিং, ক্যালিস ও মাহেলা জয়াবর্ধনের।
ভারতের বিপক্ষে এটি রুটের ১৩তম সেঞ্চুরি। টেস্টে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। গাভাস্কারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১৩টি। শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান, যিনি ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৯টি সেঞ্চুরি।
চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে রুটের এই ইনিংস সিরিজে সেঞ্চুরির সংখ্যা নিয়ে গেছে ২১-এ। এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এটি যৌথভাবে শীর্ষে। এর আগে ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজেও ২১টি শতক হয়েছিল।
রুট মাঠে নামেন ইংল্যান্ডের ইনিংসের ২৩তম ওভারে, যখন স্কোরবোর্ডে ৩ উইকেটে ১০৬ রান। বেন ডাকেট ও অলি পোপের বিদায়ের পর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। দুজনের জুটিতে আসে ১৯৫ রান। ব্রুক ৯৮ বলে ১১১ রান করে ফেরেন।
অন্যপ্রান্তে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকেন রুট। ইনিংসের ৬১তম ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত প্রাসিধ কৃষ্ণার বলে উইকেটকিপারের হাতে ধরা পড়ার আগে ১৫২ বল খেলে করেন ১০৫ রান, ইনিংসটি সাজানো ছিল ১২টি চারে।
বিডি প্রতিদিন/মুসা