দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়ন গাবুড়া টমেটো বাজার সংলগ্ন এক পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার এলাকাবাসী গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত বাড়িতে অজ্ঞাত একজন বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীরা জানায়, বাড়ীর মালিক মৃত রমজান তালুকদার। উক্ত মালিকের বউ মেয়ের বাসায় ঠাকুরগাঁও থাকে। এ বাড়িতে তাদের পরিবারের কেউ বসবাস করে না। মাঝে-মধ্যে তার স্ত্রী বাসায় এসে পরিষ্কার করে যান।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান স্থানীয় সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল