বলিউডের জনপ্রিয় তারকা রণবীর সিংয়ের আগামী সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে ভালো আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। তবে ‘ধুরন্ধর’ নিয়ে আলোচনার মাঝেই গুঞ্জন আরও একটা বড় সিনেমা ‘ডন ৩’র নিয়ে মাথা ঘামাচ্ছে অনেকে।
প্রথমে শোনা গিয়েছিল, ২০২৩ সালের আগস্টে শুরু হবে ‘ডন ৩’র শুটিং। কিন্তু ফারহান আখতারের ‘বাহাদুর ১২০’ সিনেমার কাজে ব্যস্ততার কারণে ‘ডন ৩’র শুটিং স্থগিত হয়। নতুন সময়সূচি ছিল ২০২৫ সালের মে-জুন মাসে শুটিং শুরু করার। কিন্তু এবারও সেটা সম্ভব হয়নি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘ডন ৩’র শুটিং আরও পিছিয়ে গিয়ে আগামী বছর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী কিছু মহল বলছে, ‘ডন ৩’ সিনেমাটি হয়তো আর হবে না। খলনায়কের ভূমিকায় থাকছেন বিক্রান্ত মেসি, কিন্তু তিনি সিনেমাটি ছেড়ে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে। বিক্রান্তের বিদায়কে শুটিং পিছানোর অন্যতম কারণ হিসেবে গণ্য করা হচ্ছে।
একটি বক্স অফিস ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডন ৩’ আগামী বছরের জন্য স্থগিত রাখা হতে পারে, আর বন্ধ করার কথাও ভাবা হচ্ছে। এই খবর রণবীর সিংকে দেওয়া হয়েছে, তবে এখনো তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগে ‘ডন ৩’র থেকে সরে গিয়েছেন কিয়ারা আদভানি, যিনি বর্তমানে মা হয়েছেন। তাঁর জায়গায় কৃতি শ্যাননকে নেওয়ার কথাও উঠেছিল, তবে শেষ পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি। কৃতিও এ নিয়ে মুখ খোলার থেকে বিরত রয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা