ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে এসেছেন স্মৃতিনূর আতিকা নামের এক মালয়েশিয়ান তরুণী। বর্তমানে উপজেলার উথলী গ্রামের শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তিনি। শনিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্মৃতিনূর আতিকা। এ সময় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান ভালোবাসার মানুষ রিংকু রহমান ও পরিবারের সদস্যরা। ভিনদেশি তরুণীর আগমনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিংকু রহমান জানান, ২০১৮ সালে তিনি মালয়েশিয়ায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যান। সেখানে পরিচয় হয় স্মৃতিনূর আতিকার সঙ্গে। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং প্রেমে রূপ নেয়।
অবশেষে চলতি বছরের জানুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় তাদের বিয়ে হয়। তিনি বলেন, ‘আমি ছয় মাসের ছুটিতে বাড়িতে এসেছি। তাই সেও আমাদের বাড়িতে এসেছে। ছুটি শেষে আমরা দুজন একসঙ্গে মালয়েশিয়ায় ফিরে যাব।’
রিংকুর বাবা জিনারুল মল্লিক বলেন, ‘ছেলের পছন্দকে সম্মান জানিয়ে আমরা বিয়েতে সম্মতি দিয়েছি। আমাদের বউমা ভিনদেশি হলেও সবার সঙ্গে মিলেমিশে চলছে। ঘরের খুঁটিনাটি কাজগুলো সে নিজেই করছে।’