ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও গণসংযোগ করেছে হিযবুত তাওহীদ গাইবান্ধা জেলা শাখা। গতকাল শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন হিজবুত তাওহীদ রংপুর বিভাগীয় সভাপতি আবদুল কুদ্দুস শামিম, রাজশাহী বিভাগীয় সভাপতি আশিক মাহামুদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুল, সদর উপজেলার সভাপতি তাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলার সভাপতি মাহাবুর রহমান প্রমুখ। তারা বলেন, ফিলিস্তিনে চলমান নিপীড়ন, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের কার্যকর উদ্যোগ প্রয়োজন। মুসলিম উম্মাহর উচিত একতাবদ্ধ হয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।